গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ তৈরি  শুরু 

গোপালপুর টাঙ্গাইল

গোপালপুর প্রতিনিধি ।।

পরিবহন শ্রমিকদের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে টাঙ্গাইল জেলার বাস কোচ মিনি বাস শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় টাঙ্গাইলের সকল শ্রমিক ও মালিকদের ডাটাবেজ বা অনলাইনে বাস শ্রমিক ও  ট্রাক শ্রমিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ইতিপূর্বে শ্রমিক ও ট্রাক শ্রমিকদের সরকারি বা বেসরকারি কোন ডাটাবেজ বা অনলাইনে তথ্য ছিল না।

বিভিন্ন সময়ে রাস্তাঘাটে দুর্ঘটনা সময় পরিবহন শ্রমিকদের পরিচয় শনাক্ত করার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ওয়ার্ক এন্ড হেল্প সেফটি অ্যাসিস্ট্যান্ট কেয়ার এর এর মাধ্যমে ডাটাবেজ তৈরি ও নিবন্ধন শুরু হয়েছে।

সর্বপ্রথম টাঙ্গাইল জেলার পরিবহন শ্রমিকদের ডাটাবেজ উদ্বোধন করেন।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি উনার দিক নির্দেশনায়, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুরে পরিবহন শ্রমিকদের

ওয়ার্ক এন্ড হেল্প সেফটি অ্যাসিস্ট্যান্ট কেয়ার এর নেওডিনেটর মোঃ সেলিম হোসেন বলেন বাংলাদেশ যেহেতু ডিজিটাল থেকে স্মার্ট যুগে অগ্রসর হচ্ছে সেই সময় পরিবহন শ্রমিকরাও তাহার বাইরে নয়, তাই বিভিন্ন সময়ে শ্রমিকদের সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা শ্রমিকদের সম্পূর্ণ তথ্য থাকবে এই ডাটাবেজে। তাতে বিভিন্ন সময়ে সরকারের সহযোগিতা পেতে সহায়ক হবে।

গোপালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মুকুল বেস্ট স্মার্ট হচ্ছে তাই আমাদের এগিয়ে যেতে হবে তাই সকল শ্রমিক ও মালিকদের ডাটাবেজ নিবন্ধন অবশ্যই অতি গুরুত্বপূর্ণ। এবং কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

গোপালপুর বাস শ্রমিক ইউনিয়ন সভাপতি লাল মিয়া বলেন ডাটাবেজ নিবন্ধনে অবশ্যই শ্রমিকদের অতি জরুরী এবং গুরুত্বপূর্ণ বিষয়, তাই প্রত্যেক শ্রমিকদের ডাটাবেজে নিবদ্ধ করা উচিত বলে আমি মনে করছি।

গোপালপুর বাস ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল কবির (আজাদ) বলেন শ্রমিকদের বিভিন্ন সময়ে সরকারি সহযোগিতা ও বিভিন্ন দুর্ঘটনা সময় আর্থিক সহযোগিতা পেতে অনেক সহায়তা করবে এই ডাটাবেজ নিবন্ধন তাই সকলকে ডাটাবেজ নিবন্ধন করতে উৎসাহিত করবো।

 

২৯৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *