নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। রবিবার (১২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল টাঙ্গাইল জেলা শাখা প্যাডে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক দিপু হায়দার খান ও সদস্য সচিব শামীমুর রহমান খান।
এতে সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, সিনিয়র সহ-সভাপতি বুলবুল আহাম্মেদ, সহ-সভাপতি আব্দুল আওয়াল, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান বিদ্যুৎ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন আহম্মেদ শিশির, যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ মোট ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।