মধুপুরে ঝরে পড়া শিশুদের ব্যতিক্রমী স্বপ্নজয়ী পাঠশালা

হাবিবুর রহমান, মধুপুর ॥ স্বপ্ন ঘুমিয়ে দেখা নয়। বিভোর তন্দ্রাচ্ছন্ন নয়। গোধূলি পেরিয়ে সূর্য হেলিয়ে ঘরে গেলে আসে রাত নিঝুম। নিকষ কালো ঘনিয়ে উঠে রাতের জ্বল জ্বলে জোস্না। তারার মেলায় লুটিয়ে পড়ে ঘোলাটে আলো। কেউ রাত জেগে সাধনা করে। কেউবা আবার গল্প কবিতায় লিখে স্বপ্নের গল্প। স্বপ্নের মানুষকে নিয়ে রচনা করে জীবন খাতার অজসু পাতা। […]

সম্পূর্ণ পড়ুন