ভুঞাপুরে যমুনা নদীতে অষ্টমীর স্নানে পূণার্থীদের ঢল
স্টাফ রিপোর্টার।। টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে মহাষ্টমীতে হাজার হাজার পূর্ণার্থীদের পদচারণায় মুখরিত স্নান ঘাট। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোর থেকে উপজেলার খানুরবাড়ি সরাতলা কালীমন্দির সংলগ্ন যমুনা নদীতে স্নান শুরু হয়। স্নান ঘাটের পাশেই মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের পন্য সামগ্রীর পসরা নিয়ে বসে রয়েছেন বিক্রেতারা। পাঁপমোচন আশায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থণা করেন আগত পূর্ণার্থীরা […]
সম্পূর্ণ পড়ুন