কালিহাতীতে ডিএসআর কল্যাণ সমিতি অভিষেক

কালিহাতী প্রতিনিধি ॥ একটি কোম্পানির মূল হলো তাদের ডিএসআর অফিসার।আর সেই ডিএসআর অফিসারদের সহ্য করতে হয় কোম্পানি এবং ডিলারের অত্যাচার। বিনিময়ে মাস শেষে অল্প পরিমান বেতন ছাড়া তারা আর কিছুই পায় না। সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুরে বৃষ্টিতে ভিজে তাদের ডিউটি করতে হয়, রাষ্ট্রীয় ছুটি এবং নিজের প্রয়োজনে কোনো ছুটি দেয় না কোম্পানি। […]

সম্পূর্ণ পড়ুন