
স্টাফ রিপোর্টার ।।
সারা দেশের মতো টাঙ্গাইলেও মঙ্গলবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। সকালে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিজা আক্তার। এসময় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন ।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত দিনব্যাপী ৩ হাজার ১০টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার ১৪৯ শিশুর মধ্যে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ শিশুর মাঝে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নিয়ে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।