টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ।।

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিসের  প্রাঙ্গন থেকে  বর্নাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা নির্বাচন অফিসের সম্মেলনে কক্ষে আলোচনা সভার মিলিত হয়৷

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার মতিয়ুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভার বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট ইব্রাহীম খলিল, এনএসআইয়ের উপ পরিচালক মো. জাকির হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

এসময় সরকারী দপ্তরের কর্মকর্তা, কাউন্সিলর এবং ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। পরে ৫ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

১২১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *