কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

কালিহাতী টাঙ্গাইল রাজনীতি লিড নিউজ

সোহেল রানা, কালিহাতী ॥
আসন্ন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী বরাবরে এ মনোনয়ন পত্র জমা দেন তাঁরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৪ জন। তাঁরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আনছার আলী, বর্তমান সংসদ সদস্যের ভাই এস এ এম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসমত আলী।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৫ জন। তাঁরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান। এছাড়াও এই পদে আব্দুল্যাহ সরকার, আব্দুল বারেক, মাহমুদুল হাসান দীপুল ও জমীর উদ্দিন আমেরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ জন। তাঁরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রীনা পারভীন ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা খাতুন বৃষ্টি।

উল্লেখ্য, গত ২ এপ্রিল দ্বিতীয় ধাপের ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই আলোকে এ উপজেলায় ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এছাড়াও যাচাই-বাছাই ২৩ই এপ্রিল। আর এই যাচাই-বাছাইয়ে যারা বাদ পরবেন তাঁরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ২ মে এবং ভোট গ্রহণ হবে আগামী ২১ মে।

৭৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *