কালিহাতীতে একরাতে ৬ স্থানে খড়ের গাদায় আগুন ॥ এলাকায় আতঙ্ক

অপরাধ কালিহাতী টাঙ্গাইল

সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ২নং ওয়ার্ড ঘুনী গ্রামের ৬ স্থানে একরাতে একই সময়ে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে ঘুনী পশ্চিম পাড়া সড়কের ধারে এবং বাড়িতে যেসব খড়ের গাদা ছিল, সেগুলোর প্রায় সবগুলোতে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে গাদাজুড়ে। এ সময় আগুন দেখে লোকজন ঘর থেকে বেরিয়ে এসে নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তাঁর এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বেশিরভাগ গাদা পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ঘুনী পশ্চিম পাড়া গ্রামের সিদ্দিক, আরফান, জাহাঙ্গীর, আলমগীর, শামীম ও দেলোয়ারের খড় পুড়ে ছাই হয়ে গেছে। রাতের আঁধারে খড়ের গাদায় আগুনের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। একই সময়ে বিভিন্ন বাড়ির খড়ের গাদায় আগুনের ঘটনায় রহস্যেরও সৃষ্টি হয়েছে। লোকজন বলছেন, এটি সংঘবদ্ধ অপরাধ। এমন হলে জানমালের নিরাপত্তা থাকল কই।
ক্ষতিগ্রস্ত আরফান ও জাহাঙ্গীর জানান, সজাগ না থাকলে আগুন ছড়িয়ে ঘরের ভিতরেও যেতে পারত। স্থানীয়রা আরও জানান, এলাকায় পুলিশের টহল ব্যবস্থা আরও জোরালো করতে হবে। বিশেষ করে রাতের বেলায় পুলিশ এলাকা প্রদক্ষিণ করলে অপরাধীরা এ ধরনের অপরাধ করার সাহস পাবেনা।
কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার প্রচেষ্টায় ৪টি খড়ের গাদার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বাকি দুই খড়ের গাদার আগুন স্থানীয়রা নিভিয়েছে।
কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, এ বিষয়ে আমার জানা নেই বা কেউ কোন অভিযোগ করেনি।

৩২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *