স্টাফ রিপোর্টার ॥
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের কৌশল বাস্তবায়নে নেতাকর্মীর সঙ্গে টাঙ্গাইলে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরের একটি রেস্টুরেন্টে কর্মীসভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
এ সময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
নির্বাচনে ভোট বর্জনের কৌশল নিয়ে টাঙ্গাইলে বিএনপির মতবিনিময়
৩০০ Views