
সাদ্দাম ইমন ॥
একটানা তাপপ্রবাহে যারপরনাই নাকাল হয়ে পড়েছে টাঙ্গাইলের মানুষজন। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলছে। বাইরে আগুনে পোড়া গরমে জীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। অল্পতেই হাঁপিয়ে উঠছে শ্রমজীবী মানুষরা। যেখানে সেখানে ছায়া মানুষ বিশ্রাম নিচ্ছে, স্বস্তি পেতে ঠান্ডা শরবত বা ডাব খাচ্ছে।
অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে টাঙ্গাইলের মানুষের জনজীবন। গত কয়েক সপ্তাহ ধরে টাঙ্গাইল জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র মাত্রার তাপপ্রবাহ। মঙ্গলবার (৩০ এপ্রিল) চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে। টাঙ্গাইলে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জেলায় চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।
এখানে বাতাসের আপেক্ষিক আদ্রতা ৩৫ ভাগ। এদিকে, অসহনীয় তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুরদের অবস্থা শোচনীয়। এছাড়া আম, লিচু, ধানসহ কৃষিক্ষেতেও ব্যাপক প্রভাব পড়ছে তাপদাহের। হাসপাতালগুলোতে ডায়রিয়া, জ্বর, সর্দি জনিত রোগীর সংখ্যা বাড়ছে।
সব মিলিয়ে গরমে প্রভাব ফেলছে জীবনযাত্রায় এই তাপপ্রবাহ। যাদের দিন আয়ে দিন চালতে হয় তাদের কাজ না করতে পেরে বেগ পেতে হচ্ছে বেশ। তারা বলেন, প্রচণ্ড গরমে কাজে নামতে পারছে না, কাজ পেলেও আগের মতো করতে পারে না বলে মজুরিও কম পাচ্ছে। শিশু ও বৃদ্ধদের কাছে গরম এখন অসহনীয় অবস্থায়। আবার ঘরের ভেতরেও শান্তি নেই, গরমের কারণে সবাই ঘামছে, পানিশূন্যতা দেখা দিয়ে অনেকেই অসুস্থ বোধ করছেন। গরমের কারণে গত কয়েকদিনে সব থেকে বেশি মানুষ মেডিসিন ও সিসিইউতে ভর্তি হয়েছে। যাদের মধ্যে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, খিচুনিসহ নানান রোগের প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে।