
মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মধুপুরে টিআইবির স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর এ সভার আয়োজন করে। সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতি বিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউিনিটি ভিত্তিক দুর্নীতি বিরোধী সংগঠন অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) শতাধিক সদস্যরা অংশ নেয়।
সভায় বক্তারা মধুপুরের সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে। সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি বজলুর রশিদ খানের সভাপতিত্বে সভার মূল আলোচ্য বিষয় তুলে ধরেন সনাক সদস্য হাফিজা খানম। এতে অংশগ্রহণ করেন টিআইবি প্রধান কার্যালয়ের সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর আতিকুর রহমান এবং ক্লাস্টার কো অর্ডিনেটর মাহান উল হক।
দুর্নীতি বিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন, টিআইবি’র কো অর্ডিনেটর আতিকুর রহমান। সভায় দুর্নীতি বিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাকের সাবেক সভাপতি আব্দুল মালেক, ডা: শামসুল হক, কুমার গুহ নিয়োগী, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, শামসুল আলম, হাফিজা খানম, সাজেদা খাতুন, গৌরাঙ্গ বর্মন প্রমূখ প্রমুখ।
মুক্ত আলোচনায় সনাক সদস্যদের পাশাপাশি ইয়েসের পক্ষে দলনেতা হাবিবুর রহমান খান, সেলিনা পারভীন, পূর্ন প্রসাদ নিলয়, কুড়াগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের এসিজি সমন্বয়ক কবির হোসেন, রামকৃষ্ণবাড়ী এসিজি সমন্বয়কারী তসিরউদ্দিন তানভীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসিজি সমন্বয়কারী হুমায়ুন কবির, মহিষমারা মধ্য সরকারী প্রাইমারী বিদ্যালয়ের এসিজি সমন্বয়কারী সুমন মিয়া, ইদিলপুর উচ্চ বিদ্যালয়ের এসিজি সহ সমন্বয়ক চামেলী চাম্বুগং, ভূমি খাতের এসিজি সদস্য সজিব হোসেন, মাগন্তিনগর সরকারী প্রাইমারী এসিজি সদস্য আলী আকবর এবং আলোকদিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র হতে মোশারফ হোসেন প্রমূখ। এ সময় তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
মুক্ত আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সদস্য সকলকে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার এবং সনাক সভাপতি বজলুর রশিদ খান তার সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।






