খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় টাঙ্গাইলে যুবদলের দোয়া মাহফিল

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে টাঙ্গাইলে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মঙ্গলবার (২৫ জুন) সকালে শহরের পুরাতন বাসস্টান্ড সরমা হাউজে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু’সহ যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ তাকে পেসমেকার দেয়া হয়েছে। দেশকে ভালবেসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। বিদেশের উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এতো দাবি উপেক্ষা করেও একজন ব্যক্তির প্রতিহিংসা বাস্তবায়ন করার জন্যই বেগম জিয়ার উন্নত চিকিৎসা আজকে বাঁধাগ্রস্থ হচ্ছে। এরপরও খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে আবারও জোর দাবি জানান নেতাকর্মীরা।

৯৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *