কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাজার বণিক সমিতি ও রাইস মিল মালিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজিত সভায় ব্যবসায়ীদের কোন সিন্ডিকেট পেলে ভেঙে দেওয়া, বাজারে দ্রব্য সামগ্রী বিপণনে কোনো অনিয়ম পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং নিয়মিত বাজার মনিটরিং করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
২৯১ Views