মির্জাপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৫জন বিজয়ী প্রতিযোগি উপজেলা পর্যায়ের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন, মির্জাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সিদরাতুল মুনতাহা ও বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাহেদুজ্জামান উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।
‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ শ্লোগান নিয়ে ইউএনও এ.বি.এম আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশীষ কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম, তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ ছাদু, বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ।
পরে মির্জাপুর উপজেলা নিবাহী অফিসারসহ আমন্ত্রিত অতিথিরা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

 

 

 

 

Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *