ঘাটাইলে বিএনপি নেতার দেহব্যবসার অভিযোগে বহিষ্কার ॥ ২ যৌনকর্মী আটক

অপরাধ ঘাটাইল টাঙ্গাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলে আব্দুল লতিফ নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে দুই যৌনকর্মীকে দিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের কাছে হাতেনাতে আটক হওয়ার পর দুই যৌনকর্মীকে রেখে ওই নেতা পালিয়ে যান বলে জানান স্থানীয়রা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আনেহলা ইউনিয়নের খাঁয়েরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আনেহলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফের এমন ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আনেহলা ইউনিয়নের খাঁয়ের পাড়া এলাকায় আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে দুই নারীকে দিয়ে দেহব্যবসা চালিয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা নজরদারি করতে থাকে। পরে আপত্তিকর অবস্থায় যৌনকর্মীসহ আটক করা হয়। তবে এ সময় সুযোগ বুঝে ওই বিএনপি নেতা পালিয়ে যায়। পরে স্থানীয় জনগন আটক দুই নারীকে পুলিশের কাছে সোপর্দ করেন। প্রত্যক্ষদর্শী তুষার আহমেদ জানান, দীর্ঘদিন ধরেই দেহব্যবসার সঙ্গে জড়িত থাকায় স্থানীয়দের সন্দেহ হলে নজরদারিতে রাখে ওই বিএনপি নেতাকে। হাতেনাতে আটক দুই নারীকে পুলিশে দেওয়া হয়েছে। তারা জনসম্মুখে অপকর্মের কথা ঘটনা স্বীকার করেছে। কিন্তু বিএনপি ওই নেতা সুযোগ বুঝে পালিয়ে যায়।
আনেহলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য অভিযুক্ত আব্দুল লতিফ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় কয়েকজন আওয়ামীপন্থি লোক শত্রুতা করে অপপ্রচার চালাচ্ছে। এটি আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার অপচেষ্টা করছে। যা সম্পূর্ণ মিথ্যা ও একটি চক্রান্ত।
এ ঘটনায় রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতেই ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ছানা ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান, দলের সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, দুই নারীকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

২০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *