টাঙ্গাইলে বইছে তীব্র তাপদাহ ॥ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি

টাঙ্গাইল টাঙ্গাইল সদর টাঙ্গাইল স্পেশাল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে অব্যাহত রয়েছে তীব্র তাপদাহ। গত দুদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে। টানা তাপদাহে অতিষ্ঠ টাঙ্গাইল জেলার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রাণিকুল। হাসপাতালে বাড়ছে গরমজনিত ও পানিবাহিত রোগীর সংখ্যা।
রবিবার (২১ এপ্রিল) বিকেল ৩টার দিকে টাঙ্গাইল জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে।
রাত ও দিনের তাপমাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। দিনের বেশিরভাগ সময় প্রখর তাপে উত্তপ্ত থাকছে গোটা এলাকা। দিনের বেলায় সাধারণ মানুষ বাইরে কম বের হচ্ছেন। শ্রমজীবী মানুষেরা বের হলেও ফাঁকা রাস্তায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। তাই একটি প্রশান্তির খোঁজে গাছের নিচে ছায়াযুক্ত স্থানে জিরিয়ে নিচ্ছেন তারা। আবার অনেকে সড়কের পাশের শরবত ও মাঠা খেয়ে একটু স্বস্তি খুঁজছেন।
আরও কয়েকদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন টাঙ্গাইল আবহাওয়া অফিসের ইনচার্জ জামাল উদ্দিন। তবে, এখনই বৃষ্টির কোনো সম্ভবনা নেই বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে।

১৪৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *