গোপালপুরে বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায়

গোপালপুর টাঙ্গাইল

নুর আলম, গোপালপুর ॥
তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার পোড়াবাড়ী ঈদগাহ মাঠে ইস্তিকার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) যোহর নামাজের পর স্থানীয় ওলামায়ে কেরামের আয়োজনে এ নামাজের প্রায় ২শতাধিক গ্রামবাসী অংশ নেন। ১২ তাকবীরে দুই রাকাত নামাজ আদায় শেষে, বৃষ্টি চেয়ে ও সকল বালা মুসিবত থেকে দোয়া করা হয়। নামাজের ইমামতি করেন মাওলানা মোস্তফা কামাল।
ইস্তিকার কখন করতে হয়? ইসলামের নির্দেশনা হলো যে কোনো নতুন কাজ শুরু করার আগে ইস্তিকার করে নেওয়া। আর কোনো করতে গিয়ে যদি কেউ দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যায়; তবে সঠিক সিদ্ধান্ত নিতে ইস্তেখারা করার বিকল্প নেই। সুন্নাতের অনুসরণে ইস্তিকার করলে মহান আল্লাহ তাআলা বান্দাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত প্রদান করেন। তাই নতুন যে কোনো কাজ কিংবা কাজের সঠিক সিদ্ধান্ত পেতে ইস্তেখারা কীভাবে করতে হবে তাও বলে দিয়েছেন স্বয়ং বিশ্বনবি। সুতরাং বিয়ে-শাদী, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য কিংবা বিদেশ-সফরের বিষয়ে ইস্তিকার করতে হয়।

৩০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *