
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর শহরে এক মাদক কারবারী ও এক সেবনকারীকে আলাদা দুই মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে মধুপুর পৌরসভার চরপাড়া গ্রামের মাদক কারবারী জুয়েল সরকার নিক্সনকে আটক করা হয়। এর পূর্বে ওই মাদক কারবারীর সহযোগী বিল্লাল হোসেনকে দামপাড়া গ্রাম থেকে আটক করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মাদকাসক্ত জুয়েল সরকার নিক্সনকে এক বছরের বিনাশ্রম ও বিল্লালকে ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি টিম।
এ সময় মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও মোবাইল কোর্ট আরও জোড়দার করা হবে। এসব অভিযান পরিচালনা করতে সব সময় জনগণের সহযোগিতা কামনা করেন।






